লালন দর্শনের অনুরাগী সোলায়মান শাহ এর মাজারে কাটানো একটি দিন

৪ ঠা জুলাই, ২০১৭।
ঈশ্বরদী উপজেলা শাখা, লোকজ সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সেদিন
লালন দর্শনের অনুরাগী সোলায়মান শাহ এর মাজারে কাটানো একটি দিন।সাধুসংঘের এই মানুষ গুলোর আথিতিয়তা সত্যি খুবই চমৎকার। খুবই ভালোলাগার একটি দিন অতিবাহিত করলাম আমরা ভেড়ামারা কুষ্টিয়ায়। সাধু সংঘের সেই মানুষ গুলোর পাশাপাশি প্রতিটি মুহূর্ত আমাদের সর্বোচ্চ সহযোগীতা করেছিলেন লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সামাজিক শাখা শান্তি মিশনের সদস্যরা। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই মৃলত আমাদের এই মানুষটির জীবনের নানা দিক সমন্ধে ভালোভালো জানতে পারা সম্ভবপর হয়েছে। শান্তি মিশনের অনেক সদস্যের মধ্যে Shahidul Islam Shahid, Mehedy Hasan Kazol,Mahidur Rahman Chamon,শাকিল সহ সকল সদস্যকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন। সাধু সংঘের সিদ্দীক ভাই সহ সংঘের সকলের প্রতি থাকলো আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments