মোহাম্মদ ওয়াজেদ আলী ছিলেন একজন বাঙালি লেখক। তিনি আঠারোশো ছিয়ানব্বই সালে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করে। কলকাতা বঙ্গবাসী কলেজে ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান।
এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সবকিছুর বিচার করতেন।
সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তার গদ্যশৈলী ঋজু, রচনা সাবলীল। স্বাস্থ্যগত কারণে তিনি উনিশশো পঁয়ত্রিশ সালে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানেই উনিশশো চুয়ান্ন সালের আজকের এই দিনটিতে অর্থাৎ আটই নভেম্বর মৃত্যুবরণ করেন।
তার রচিত গ্রন্থ উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে মহামানুষ মহসীন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, স্মার্নানন্দিনী, ছোটদের হযরত মোহাম্মদ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ডন কিহোতোর গল্প, মানুষ মুহাম্মদ (স.)।
তার রচিত উল্লেখযোগ্য গদ্যশৈলীর মধ্যে রয়েছে ঋজু, রচনা সাবলীল।
আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ৮/১১/২০২১ ইং।