বিশিষ্ট বাঙালি চিত্রপরিচালক রাজেন তরফদারের মৃত্যুবার্ষিকী আজ

রাজেন তরফদার ছিলেন একজন প্রখ্যাত বাঙালি চিত্রপরিচালক ছিলেন।

তিনি উনিশশো সতেরো সালের সাত জুন রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন।

উনিশশো চল্লিশ খ্রীষ্টাব্দে তিনি কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে স্নাতক পাশ করেন । তিনি প্রাথমিক ভাবে একটি বিজ্ঞাপন সংস্থাতে গ্রাফিক ডিজাইনারের চাকরি করেন। পরবর্তীকালে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন।

অন্তরীক্ষ ছিল তার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি । গঙ্গা ছিল তার দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এই চলচ্চিত্রটি উনিশশো একষট্টি সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় স্থান পেয়েছিল।

রাজেন তরফদার মৃণাল সেন এবং শ্যাম বেনেগালের কিছু ছবিতে অভিনয় করেছিলেন । তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে খন্ডহর, আরোহণ, আকালের সন্ধানে উল্লেখযোগ্য ।

তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহের মধ্যে রয়েছে অন্তরীক্ষ, গঙ্গা, অগ্নিশিখা, জীবন কাহিনী, আকাশ ছোঁয়া, পালঙ্ক, নাগপাশ প্রভৃতি।

সত্তর বছর বয়সে উনিশশো সপ্তাশী সালের আজকের এই দিনটিতে অর্থাৎ তেইশে নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ২৩/১১/২০২১ ইং।

Facebook Comments