বিশিষ্ট বাঙালি কবি, লেখক, গায়ক জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের জন্মবার্ষিকী আজ

‘মেঘে ঢাকা তারা’ ঋত্বিক ঘটক পরিচালিত অসাধারণ এই চলচ্চিত্রটির সংগীত পরিচালক ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, গায়ক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।

বাংলাদেশের পাবনা জেলায় উনিশশো এগারো সালের আজকের এই দিনটিতে অর্থাৎ এগারোই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

তিনি বাংলার একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সংগীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি একাধারে অনেক কাজ করে গেছেন। প্রবাদ প্রতিম ঋত্বিক ঘটক এর ছবি ‘মেঘে ঢাকা তারাʼ র তিনিই ছিলেন সংগীত পরিচালক।

মনফকিরা এর প্রকাশিত বই ‘জ্যোতিরিন্দ্র মৈত্র লিখন সমগ্র ১ এর মুখবন্ধ থেকেই তার সম্বন্ধে লেখা তুলে। তার বিখ্যাত প্রবন্ধ ও কবিতাগুলির মধ্যে বটুকদা ও ঘাসফুল বেশি পরিচিত।

তিনি উনিশশো সাতাত্তর সালের ছাব্বিশে অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।

আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ১১/১১/২০২১ ইং।

Facebook Comments