বিশিষ্ট চিত্রশিল্পী এবং অধ্যাপক মনসুর উল করিম এর মৃত্যুবার্ষিকী আজ

মনসুর উল করিম হচ্ছেন একজন বাংলাদেশী বিশিষ্ট চিত্রশিল্পী এবং অধ্যাপক। তিনি উনিশশো পঞ্চাশ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা শুরু করেন।

তিনি দীর্ঘ চল্লিশ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন। সত্তরের দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অবদান রেখে আসছেন।

চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার দুই হাজার নয় সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

মনসুর উল আলম দেশি বিদেশি বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

উনিশশো সাতাত্তর সালে তিনি বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্বাধীনতা দিবস চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন। উনিশশো বিরানব্বই সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একাদশ জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরস্কার লাভ করেন।

পরের বছর অর্থাৎ উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬ষ্ঠ এশিয়ান আর্ট বিয়েনাল পদক লাভ করেন।

উনিশশো চুরানব্বই সালে ভারতীয় ললিতকলা একাডেমি আয়োজিত অষ্টম ভারতীয় ত্রিবার্ষিক আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী থেকে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন।

এছাড়াও দুইহাজার চৌদ্দ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুলতান পদক লাভ করেন।

গুণী এই চিত্রশিল্পী এবং অধ্যাপক দুইহাজার বিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পাঁচই আগষ্ট মৃত্যুবরণ করেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ৫/১০/২০২১ ইং।

Facebook Comments