বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও নাট্যকার উৎপল দত্তের মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, পরিচালক এবং লেখক ছিলেন উৎপল দত্ত। বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করা এই গুণী ব্যক্তিটি সিনেমা এবং নাটকের জগতে তাঁর সাবলীল পদচারণা রেখে গেছেন।

উৎপল দত্ত জন্মগ্রহণ করেন উনিশশো উনত্রিশ সালের উনত্রিশে মার্চ বরিশালে। ইংরেজি বিভাগে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি পড়াশোনা করেন।

উৎপল দত্ত ছিলেন সব ধরনের অভিনয়ে স্বচ্ছন্দবিহারী। যেমন তিনি সিরিয়াস রোলে দুর্দান্ত অভিনয় করতেন তেমনই মজাদার অভিনয় করতেন কমিক রোলে। ভিলেনের ভূমিকাতেও তিনি কম যেতেন না। ভুবন সোম এ তাঁর চরিত্রাভিনয় বা শ্রীমান পৃথ্বীরাজ এ তাঁর কৌতুকাভিনয় অথবা জয় বাবা ফেলুনাথ এ মগনলাল মেঘরাজ; এ কি ভোলা যায়!

উৎপল দত্ত প্রথম দিকে বাংলা মঞ্চনাটকে অভিনয় করতেন। তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সাথে ভ্রমণ করেছেন বেশ কয়েক বার। তাঁকে গ্রুপ থিয়েটার অঙ্গনের সব চেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হিসাবে গণ্য করা হয়।

কৌতুক অভিনেতা হিসাবেও তাঁর খ্যাতি রয়েছে। তিনি কৌতুক চলচ্চিত্র গুড্ডি, গোলমাল ও শাউকীনে অভিনয় করেছেন। টলিউডের বহু বাণিজ্যিক ছবিতে তিনি ভিলেনেরও অভিনয় করেন।

তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। উৎপল দত্তের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে টিনের তলোয়ার, মানুষের অধিকার ইত্যাদি।

উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের আজকের এই দিনটিতে অর্থাৎ উনিশে আগস্ট তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

তারিখ:- ১৯/০৮/২০২১ ইং।

Facebook Comments