বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে একজন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক হিসেবে বেশ সুপরিচিত ছিলেন আবদুর রহমান তবে তিনি রহমান নামেই সকলের নিকট পরিচিত ছিলেন।
তিনি মূলত উনিশশো আটান্ন থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত ঢাকা, করাচি ও লাহোরে বাংলা, উর্দু ও পশতু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
উনিশশো সাঁইত্রিশ সালের সাতাশে ফেব্রুয়ারী তিনি উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার আটোয়ারীতে জন্মগ্রহণ করেছিলেন।
উনিশশো আটান্ন সালে একুশ বছর বয়সে খল চরিত্রে এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার দিয়ে রহমানের চলচ্চিত্রে অভিষেক হয়।
তিনি পরবর্তীতে প্রধান চরিত্রে অভিনেতা হিসেবে উত্তরণ, তালাশ, চান্দা, দর্শন, জোয়ার ভাটা এবং হারানো দিন চলচ্চিত্রে অভিনয় করেন।
চলচ্চিত্রে তিনি অভিনেত্রী শবনমের বিপরীতে সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।
উনিশশো সাতষট্টি সালে ‘দরশন’ চলচ্চিত্রটি নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর রহমান কিছুদিন পাকিস্তানে উর্দু চলচ্চিত্র চাহাত, দোরাহা ও লগান চলচ্চিত্রে অভিনয় করেন।
পরে তিনি ঢাকায় ফিরে আসেন এবং বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র ছিল অশোক ঘোষ পরিচালিত আমার সংসার।
আটষট্টি বছর বয়সে দুইহাজার পাঁচ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ আঠারোই জুলাই ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ-১৮/৭/২০২১ ইং