বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক মতিউর রহমান পানুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মতিউর রহমান পানু বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক। তিনি উনিশশো চৌষট্টি সালে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। উনিশশো উনআশি সালে তিনি হারানো মানিক ছবিটি পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

মতিউর রহমান পানু উনিশশো উনচল্লিশ সালের একত্রিশ ডিসেম্বর বগুড়া সদরে জন্ম গ্রহণ করেন। বেড়ে ওঠা বগুড়াতেই, তিনি উনিশশো বাষট্টি সালে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন এবং কিছুদিন পর বগুড়া জেলা থেকে ঢাকা চলে আসেন।

উনিশশো চৌষট্টি সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসিতে পা রাখেন।

সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয়। এরপর পরিচালনায় আসেন তিনি।

প্রথমে তিনি কয়েকজন চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন, এঁদের মধ্যে দারাশিকো, সৈয়দ আউয়াল ও আকবর কবির পিন্টু ছিলেন অন্যতম। তবে পরিচালক বাবুল চৌধুরীর সহকারী হিসেবেই বেশি কাজ করেছেন মতিউর রহমান পানু।

উনিশশো নব্বই একানব্বই সালের দিকে তিনি ভারতের কলকাতায় অঞ্জু ঘোষ এবং চিরঞ্জীতকে দিয়ে নির্মাণ করেন বেদের মেয়ে জোসনা। এর মাঝের বছর গুলোতে তিনি বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন এগুলো হলো- আপন ভাই, নাগ মহল, নির্দোষ, সাহস, মান মর্যাদা, নির্যাতন ও সাথী।

দুইহাজার দুই সালের শেষের দিকে তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে নির্মাণ করেন বহুল আলোচিত ও ব্যবসা সফল ছবি মনের মাঝে তুমি।

চলচ্চিত্র প্রযোজনায়ও তিনি ছিলেন অগ্রগামী।দুহাজার পাঁচ সালে তিনি জনপ্রিয় টিভি ধারাবাহিক নির্মাতা সালাউদ্দিন লাভলু পরিচালিত মোল্লা বাড়ীর বউ ছবিটি প্রযোজনা করেন।দুইহাজার সাত সালের শেষর দিকে আজিজুর রহমান পরিচালিত ডাক্তার বাড়ী এবং সর্বশেষ ওরে সাম্পানওয়ালা ছবিটি প্রযোজনা করেন।

দুইহাজার বিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ ২৪ মার্চ মঙ্গলবার রাতে উত্তরার নিজ বাসায় বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালবাসা।

তারিখ:- ২৪/০৩/২০২১ ইংরেজি

Facebook Comments