বাঙালি অভিনেতা চিন্ময় রায়ের মৃত্যুবার্ষিকী আজ

চিন্ময় রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালী অভিনেতা। বাংলা চলচ্চিত্র জগতের সত্তর আশি দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন চিন্ময় রায়। বহু সিনেমায় তাঁর কমেডি চরিত্রে অভিনয় মানুষের মনে দাগ কেটেছে।

বাংলাদেশের বর্তমান কুমিল্লা জেলায় উনিশশো চল্লিশ সালের ১৬ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।

অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতেও অভিনয় করেছেন চিন্ময় রায়। গুপি-বাঘা সিরিজের প্রথম ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

চিন্ময় রায় অভিনীত জনপ্রিয় সিনেমা হচ্ছে চারমূর্তি। ওই সিনেমায় তিনি টেনিদার ভূমিকায় অভিনয় করেছিলেন।

এছাড়াও বিখ্যাত বাংলা সিনেমা বসন্ত বিলাপেও তিনি অভিনয় করেছিলেন। তপন সিনহা পরিচালিত গল্প হলেও সত্যি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।

চারমূর্তি ছবিতে একটা প্রকাণ্ড হাঁ করে মাছের মাথা কামড়ানোর চেষ্টা, কিংবা ধন্যিমেয়ে ছবিতে আইনজীবী হয়েও তাঁকে উত্তম কুমার বেআইনী বলে ডাকলেই এক অসামান্য অভিব্যক্তি নিয়ে সাড়া দেওয়া সব কিছুতেই চিন্ময় রায়ের জায়গায় আর কাউকে ভাবতে পারেনি বাঙালি। আর এখানেই তাঁর শ্রেষ্ঠত্ব এখানেই তিনি চিন্ময় রায়।

জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছেন থিয়েটারে। থিয়েটারের নাট্যমঞ্চে অভিনয়ের পর সিনেমায় পা রাখা হয় তার। এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি প্রখ্যাত এই অভিনেতাকে।

চিন্ময় রায়ের প্রথম ছবি ‘গল্প হলেও সত্যি’। তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন ম্যাট্রিকুলেশনে থার্ড ডিভিশনে পাশ করা এক ছেলেকে এভাবে বাঙালি দর্শক যে আপন করে নেবে, জনপ্রিয়তায় ভাসিয়ে দেবে, তা কখনওই ভাবতে পারেননি তিনি।

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট টেনিদার চরিত্র সিনেমার পর্দায় অসামান্য পারদর্শিতায় ফুটিয়ে তুলে ছিলেন চিন্ময় রায়।

শুধু তাই নয় সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন ছবি এছাড়াও রবি ঘোষ, জহর গঙ্গোপাধ্যায়, উত্তম কুমারের সঙ্গে ধন্যি মেয়ে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বসন্ত বিলাপ, ননীগোপালের বিয়ে এর মতো একাধিক ছবিতে দর্শকের মনে জায়গা করে নেন বাঙালির চিন্ময় রায়।

আজ এই গুণী অভিনেতার মৃত্যুবার্ষিকী। দুহাজার উনিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ সতেরোই মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে গুণী অভিনেতাকে জানাচ্ছি অজস্র ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।

তারিখ:- ১৭/০৩/২০২১ ইংরেজি

Facebook Comments