অরুণ মিত্র ছিলেন রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।
উনিশশো নয় সালের দোসরা নভেম্বর বাংলাদেশের যশোর জেলায় কবি অরুণ মিত্র জন্মগ্রহণ করেছিলেন ।পেশাগত জীবনে তিনি ছিলেন অধ্যাপক।
মাত্র ষোলো বছর বয়সে ‘বেণু’ নামে একটি কিশোর পত্রিকায় প্রথম অরুণ মিত্রের কবিতা প্রকাশিত হয়।
তার মৌলিক কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রান্তরেখা, উৎসের দিকে, ঘনিষ্ঠ তাপ, মঞ্চের বাইরে মাটিতে, শুধু রাতের শব্দ নয়, প্রথম পলি শেষ পাথর ও খুঁজতে খুঁজতে এতদূর।
শুধু রাতের শব্দ নয় কাব্যগ্রন্থটি উনিশশো উনআশি সালে রবীন্দ্র পুরস্কারে এবং খুঁজতে খুঁজতে এতদূর কাব্যগ্রন্থখানি উনিশশো সপ্তাশী সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়। তার কাব্য সংকলন পনেরো খণ্ডে প্রকাশিত হয়েছে।
উনিশশো উনআশি সালে প্রকাশিত হয় তার একমাত্র উপন্যাস ‘শিকড় যদি চেনা যায়’। তার মৌলিক প্রবন্ধ গ্রন্থ ফরাসী সাহিত্য প্রসঙ্গে প্রকাশিত হয় উনিশশো পঁচাশি সালে।
বাংলায় তিনি একাধিক গ্রন্থ অনুবাদও করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ভারত আজ ও আগামীকাল, কাঁদিদ বা আশাবাদ, সে এক ঝোড়ো বছর, ভারতীয় থিয়েটার, গাছের কথা, মায়াকোভস্কি, সার্ত্র ও তাঁর শেষ সংলাপ, অন্যস্বর ও পল এলুয়রের কবিতা।
উনিশশো নব্বই সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিক ডি. লিট. উপাধিতে ভূষিত করে। ফরাসি ভাষা ও সাহিত্যে নিরন্তর গবেষণার জন্য উনিশশো বিরানব্বই সালে ফরাসি সরকার তাকে ‘লিজিয়ন অফ অনার’ সম্মানে ভূষিত করে।
দুইহাজার সালের আজকের এই দিনটিতে অর্থাৎ বাইশে অাগস্ট কলকাতায় অরুণ মিত্র মৃত্যুবরণ করেন।
আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ২২/৮/২০২১ ইং।