১৮ই সেপ্টেম্বর।আর দশটা দিনের মতই খুব সাধারণ একটি দিন।তবে একটু আলাদা লোকজ সাংস্কৃতিক সংগঠন ও শান্তি মিশনের সদস্যদের কাছে।কেননা ২০১৩ সালের এই তারিখেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ যাত্রা শুরু করে লোকজ সাংস্কৃতিক সংগঠন।বাংলার নিজস্ব সংস্কৃতি,হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতিকে চর্চা করা ও তাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছিয়ে দেবার একান্ত প্রয়াস ও তাকে পুনরুজ্জীবিত করে তোলার স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা শুরু করে সংগঠনটি এই দিনটি থেকেই।
তার ঠিক ১ বছর পর,অর্থাৎ ২০১৪সালের এই দিনটিতেই শুরু হয় সামাজিক সংগঠন শান্তি মিশনের পথ চলা। নিজের অর্জিত অভিজ্ঞতা গুলো কেবলমাত্র নিজের মধ্যেই কুক্ষিগত না রেখে সেটাকে সকলের মধ্যে ছড়িয়ে দেবার উদ্দোগ নিয়েই পাবনার ইশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামে শান্তি মিশন পথ চলা শুরু করে আজকের এই দিনটিতেই।
আজ লোকজ সাংস্কৃতিক সংগঠন ৪ বছর ও শান্তি মিশন ৩ বছর শেষ অতিক্রম করলো।
সামনে অনেক পথ বাকী।সামনের দিনগুলোকে আরও কর্মব্যস্ততার মধ্যদিয়ে অতিক্রম করার শপথ নিয়ে আজকের দিনটি উদযাপন করে সংগঠন দুটি।প্রত্যেক বছর ১৮ই সেপ্টেম্বর নতুনভাবে নিজেদের গুছিয়ে নিয়ে সুন্দরভাবে পথ চলার অঙ্গীকার নিয়ে শুরু করে তাদের নিরন্তর পথচলা।
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)