পাঁচ বছর পেরিয়ে চবির ‘লোকজ সাংস্কৃতিক সংগঠন’

সাফল্যের পাঁচ বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরে পা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘লোকজ সাংস্কৃতিক সংগঠন’। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চাকসু ভবনের সামনে থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী মূল
আনুষ্ঠানিকতা। পরে চাকসু ভবনের তিন তলায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাবা শাকিলা তাসনিম কাজরী। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য প্রদান করেন নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক জনাব মোস্তফা
কামাল।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ বলেন, দেশের সকল স্থানে এই সংগঠন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত
রাখার মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্মের কাছে নিজেদের সাংস্কৃতিক সঠিক পরিচয়
প্রদানের মাধ্যমে লোকজ সংস্কৃতির সুদিন ফিরিয়ে অানতে মূখ্য ভূমিকা পালন করবে ।
পরে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের দ্বারা লোকজ আঙ্গিক “গম্ভীরা”
“ভাওয়াইয়া” ও “আলকাপ” এর গান পরিবেশিত হয় । এ সময় লোকজ সাংস্কৃতিক সংঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার
সাধারণ সম্পাদক রায়হান সুমন, ফাল্গুনী ত্রিপুরা সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত
ছিলেন।

প্রসঙ্গত, আবহমান গ্রাম বাংলার
লোকজ সংস্কৃতি কে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে এবং বিজাতি সংস্কৃতির আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে ১৮ই সেপ্টেম্বর ২০১৩ইং সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে যাত্রা শুরু করে লোকজ সাংস্কৃতিক সংগঠন। ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সঙপালা,গম্ভীরা,আলকাপ,লোকনাট্য পরিবেশন করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments