“নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে ছলছলায়য়া চলুক রে নাও.

“নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে ছলছলায়য়া চলুক রে নাও……”
বিখ্যাত সংগীতশিল্পী আব্বাসউদ্দিনের এই গান সহ আরও অনেক পল্লীগীতির মূর্ছনায় মুখরিত ছিলো অনুষ্ঠান প্রাঙ্গন যা পরিবেশন করছিল আমার নানা সাহেব।
আসলে পরিবারের সকলের অংশগ্রহণে অনুষ্ঠান করার সুযোগ এতটা আনন্দের মধ্যে পারফর্ম করা খুব বেশী একটা হয়ে উঠেনি আগে, তাও আবার বন্যাপ্লাবিত সিরাজগঞ্জ জেলার কিছু মানুষদের সাহায্যার্থে কাজের মধ্যদিয়ে।
বন্যাপূর্ববর্তী,বন্যাকালীন এবং বন্যা পরবর্তী বিভিন্ন বিষয় সকলের মাঝে তুলে ধরা ছাড়াও এটাই হয়তো আমার সবচেয়ে বড় অর্জন যেখানে আমি আমার নিজের নানার সাথে পারফর্ম করার সুযোগ পেয়েছি।
আমরা নানা নাতি ছাড়াও আরও পারফর্ম করেছে আমার ছোট ভাই বোন।
শাহাজাদপুর,উল্লাপাড়া,তালগাছি সকল স্থানে বন্যাপ্লাবিত মানুষগুলোর সাথে এতটা আনন্দ নিয়ে মিশতে এবং তাদের জন্য কিছু করার সুযোগ পেয়ে খুবই ভালোলাগা কাজ করছে।
শান্তি মিশন ও লোকজ সাংস্কৃতিক সংগঠনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই কাজগুলোতে অনুপ্রেরণার উৎস রুপে থাকার জন্য।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments