নওগাঁ জেলার আত্রাই উপজেলায় লোকজ সাংস্কৃতিক সংগঠন ঈশ্বরদী উপজেলা শাখার কিছু সদস্য এবং দায়িত্বশীলরা

৬ জুলাই, ২০১৭ ইং।

গ্রামীণ পরিবেশে প্রকৃতির এতটা কাছাকাছি থাকার সুযোগ সবসময় হয়ে উঠেনা। আবার প্রকৃতির খুব কাছাকাছি থাকার পরও হয়তো প্রকৃতির সাথে একাত্ম হওয়ার উপলব্ধি টাও সবসময় হয়ে উঠেনা। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আসবার পর খুব ভালো কিছু অনুভুতি, জীবন সম্পর্কিত কিছু উপলব্ধি নিয়ে ফিরতে পেরেছে লোকজ সাংস্কৃতিক সংগঠন ঈশ্বরদী উপজেলা শাখার কিছু সদস্য এবং দায়িত্বশীলরা।

লোক সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত এইরকম নওগাঁর স্থানীয় কিছু মানুষের কাছাকাছি থেকে তাদের জীবন সংস্কৃতির বিভিন্ন বিষয় সমন্ধে কিছু তথ্য লিপিবদ্ধ করেন তারা।

যাবার সময় কবি গুরুর সেই কথা গুলো মনে হচ্ছিলো বার বার
“বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments