গত ২৭/১/২০১৯ তারিখ পর্যন্ত পিঠা উৎসব বিষয়ক উপভোগ্য কর্মব্যস্ততা শেষ করতে না করতেই সংগঠন অনুমতি পায় সামাজিক বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানে ষ্টলে অবস্থান পূর্বক নিজেদের সংগঠনকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেবার। যেই ধারাবাহিকতায় লোকজ সাংস্কৃতিক সংগঠন গতকাল ২৮/১/২০১৯ এবং আজ ২৯/১/২০১৯ এই দুটি দিন অতিবাহিত করে সামাজিক বিজ্ঞান অনুষদে সংগঠনকে নতুনদের মধ্যে পরিচিত করানো এবং আগ্রহীদের সংগঠনের সাথে সংযুক্ত করানোর দায়িত্ব পালনের মধ্যে দিয়ে। বেশ কিছু সংস্কৃতি মনা ছাত্র ছাত্রীদের সংগঠন তার পরিবারে অন্তর্ভুক্ত করানোর পাশাপাশি সংগঠন তার পরিবারে আজীবন সদস্য হিসেবে পায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় সহকারী প্রক্টর জনাব Pranab Mitra Chowdhury স্যার কে। এছাড়াও সংগঠন সব সময়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিবারে পান অ্যানথ্রপলজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব D. Anwar Hossain স্যার কে। আজ ২৯/১/২০১৯ তারিখ সংগঠনের সাথে বেশ কিছু বিষয়ে মত বিনিময় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য জনাব আ.স.ম আরেফিন সিদ্দিক স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্মানিত উপাচার্য জনাব ইফতেখার উদ্দীন চৌধুরী স্যার, সন্মানিত উপ-উপাচার্য ড. শিরীন আখতার ম্যাম, সন্মানিত প্রক্টর জনাব আলী আজগর চৌধুরী স্যার। তাদের দেওয়া ইতিবাচক দিক নির্দেশনা গুলো সংগঠনের সামনের দিকের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে এই প্রত্যাশাকে সাথে নিয়েই আজকের আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করে লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সকল সাংস্কৃতিক কর্মী।
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)