সিদ্ধার্থ ঘোষ ছিলেন বাংলা কল্পবিজ্ঞান জগতে অত্যন্ত জনপ্রিয় এক নাম। বহুমুখী প্রতিভার গুণে সাহিত্যিক, প্রাবন্ধিক, সংগ্রাহক ও গবেষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন যদিও পেশায় তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। বহুধাবিস্তৃত সৃজনশীলতায় সিনেমা, চিত্রকলা, ফোটোগ্রাফি, সঙ্গীত, মুদ্রণ শিল্পে, পুরোনো কলকাতা, কারিগরি বিদ্যার ইতিহাসে অসামান্য কাজ রেখে গেছেন।
অমিতাভ ঘোষ নামে উনিশশো আটচল্লিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পনেরোই অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন।
ছোটবেলা থেকে লেখালেখিতে অভ্যাস থাকলেও রামধনু পত্রিকার সম্পাদক বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদের ক্ষিতিন্দ্রমোহন ভট্টাচার্যের তিনি মূল অনুপ্রেরণা লাভ করেন।
কল্পবিজ্ঞান ও রহস্য গল্প উপন্যাস লিখে অল্প সময়ের মধ্যেই তিনি পাঠকপ্রিয় হয়ে ওঠেন। সাহিত্য ও সংস্কৃতির ভূত, গোয়েন্দা, বিজ্ঞান, কারিগরির রসদদার হিসাবে যেমন বড়দের জন্য কলম ধরতেন, তেমন ছোটদের মনোরঞ্জন করতেন।
‘কিশোর জ্ঞান বিজ্ঞান’ ও ‘আনন্দমেলা’র নিয়মিত লেখক ছিলেন তিনি। কলকাতার রায়বাড়ির প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। উপেন্দ্রকিশোর, সুকুমার সত্যজিতের কাজে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে ওঠেন। এঁদের তিনি বিজ্ঞানীর মর্যাদা দিয়েছিলেন। তাঁদের কাজের প্রতিটি বিষয়ের তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন নিজের প্রবন্ধ সমূহে।
সুকুমার রায় শীর্ষক গুচ্ছের পাঁচটি লেখায় প্রাবন্ধিক হিসাবে তার সে বৈশিষ্ট্য স্পষ্ট। বিজ্ঞানের বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে বিজ্ঞানভিত্তিক কাহিনী যেমন উপহার দিয়েছেন, তেমনি বাংলায় বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করার লক্ষ্যে অনেক অঙ্ক ও ধাঁধার বই। কল্পবিজ্ঞানে তার সৃষ্ট বিখ্যাত চরিত্র দুটি হল ‘ঝন্টুমামা’ আর ‘যন্ত্রমানব যুধিষ্ঠির’।
মার্কিনি কল্পবিজ্ঞান লেখকআইজাক আসিমভ ছিলেন তার প্রিয় লেখক। “তৃতীয় নয়ন” নামে তার কল্পবিজ্ঞানের বই সিদ্ধার্থ সম্পাদনা করেন আর নিজে লেখেন চারটি কল্পবিজ্ঞানের বই।
তিনি পঞ্চাশটির বেশি বই লিখেছেন এবং বেশিরভাগ বাংলাতেই। কিছু বিখ্যাত বইয়ের অনুবাদ ও করেছেন তিনি।
মাত্র চুয়ান্ন বছর বয়সে দুইহাজার দুই সালের একত্রিশে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ১৫/১০/২০২১ ইং।