শাবনূর হচ্ছেন বাংলাদেশী চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি দুহাজার পাঁচ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এছাড়াও তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে দশ বার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।
শাবনূর উনিশশো উনআশি সালের আজকের এই দিনটিতে অর্থাৎ সতেরোই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন।
পারিবারিক ভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর। পরে স্বনামধন্য নির্মাতা এবং তার মেনটর এহতেশাম তার নাম রাখেন শাবনূর।
শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনী রাতে উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায়। পরে চিত্র নায়ক সালমান শাহের সাথে জুটি বেধে চৌদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেন যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদন্ডে সফল।
সালমান শাহ-শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার উনিশশো চুরানব্বই সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটির সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনঃনির্মাণ সুজন সখি নির্মাণ করেন।
স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, আনন্দ অশ্রু এ জুটির উল্লেখযোগ্য ছবি।
পরে তিনি নায়ক রিয়াজ এর বিপরীতে অভিনয় করে দারুন সফলতা অর্জন করেন। রিয়াজের বিপরীতে মন মানেনা ও তুমি শুধু তুমি, ভালবাসি তোমাকে ও বিয়ের ফুল ছায়াছবিগুলো ব্যবসা সফল হয়।
পাশাপাশি তিনি অভিনেতা ফেরদৌসের সাথেও সফল হন। এছাড়াও তিনি মান্না, শাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন।
এসময়ে তিনি ভালবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন এবং উনিশশো আটানব্বই ও উনিশশো নিরানব্বই সালের চলচ্চিত্রের জন্য পর্যন্ত টানা দুইবার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
তার পুরস্কারজয়ী চলচ্চিত্রসমূহ হল বুক ভরা ভালোবাসা, বিয়ের ফুল, এ বাঁধন যাবে না ছিঁড়ে, শ্বশুর বাড়ী জিন্দাবাদ, স্বামী স্ত্রীর যুদ্ধ, ফুলের মত বউ, মোল্লা বাড়ীর বউ, আমার প্রাণের স্বামী, ১ টাকার বউ, বলবো কথা বাসর ঘরে প্রভৃতি।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি অজস্র ভালোবাসা।
তারিখঃ- ১৭/১২/২০২১ ইং।