১৮ই জানুয়ারী, ২০১৮
চট্টগ্রাম শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত একটি উপজেলা “পটিয়া”। এই পটিয়া উপজেলার একটি শ্যামল সবুজ গ্রাম “মনসা”। গতকাল ১৭/১/২০১৯ তারিখ এবং আজ ১৮/১/২০১৯ তারিখ (ঠিক এক বছর আগে অর্থাৎ ১৮/১/২০১৮ তারিখ এই দিনেই সংগঠন সম্পূর্ণ সাংগঠনিকভাবে তার পথ চলা শুরু করেছিলো কক্সবাজার জেলার অনিন্দ্য সুন্দর দ্বীপ কুতুবদিয়ায়) এই দুটো দিন গ্রাম বাংলার সংস্কৃতিকে লালন করে তাকে চর্চায় রত একটি সংগঠন লোকজ সাংস্কৃতিক সংগঠন অতিবাহিত করে এই গ্রামের সহজ সরল মানুষদের সাথে তাদের সংস্কৃতির বিভিন্ন দিক সমন্ধে আলোচনা ও জীবন ধারণের বিভিন্ন বিষয় রীতিনীতি সম্মুখ ধারণা লাভের আশায়। আনন্দদায়ক কিছু সময় অতিক্রান্ত করার পাশাপাশি সংগঠন পরিচিত হয় সংস্কৃতিমনা কিছু মানুষের সাথে যারা দীর্ঘদিন ধরে এই এলাকার জনসাধারণের মাঝে থেকে সংস্কৃতি চর্চায় নিজেদের নিয়োজিত রয়েছেন। সংগঠন বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে সেই সকল মানুষদের কাছে যারা বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে থেকেও নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকুর দ্বারা গ্রাম বাংলার এই সংস্কৃতিকে চর্চায় নিজেদের নিয়োজিত রেখেছেন।
Uncategorized
পটিয়া উপজেলায় লোকজ সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর পরিবেশনা।
Facebook Comments