পোস্ট দর্শন:
৪৫৮
চট্টগ্রাম জেলা শাখা
১৮ই মার্চ ২০২০ ইং যাত্রা শুরু করে চট্টগ্রাম জেলা শাখা। সমগ্র বাংলাদেশে লোকজ সাংস্কৃতিক সংগঠন এর কর্মকান্ডকে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে জেলা পর্যায়ের প্রথম শাখা হিসেবে চট্টগ্রাম জেলা শাখা তাদের কর্মকাণ্ড পরিচালনা শুরু করলো।
চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু উদ্যোমী আত্মবিশ্বাসী প্রাণচঞ্চল নবীনদের পদচারণায় মুখর হয়ে উঠবে লোকজ সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম জেলা শাখার অগ্রযাত্রা এই আকাঙ্খা সংগঠনের সকলের।
চট্টগ্রাম জেলা শাখা কমিটি
মাহবুবুল্লাহ রাফি
সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন। চট্টগ্রাম জেলা শাখা।
ইমেইলঃ- rafimahbubullah96@gmail.com
আমেনা বেগম (কুসুম)
(সহ-সভাপতি,লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম জেলা শাখা)
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।
ইমেইলঃ-
kusum9637@gmail.com
তাসনিম বিনতে সাইফ
(সাধারণ সম্পাদক,লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম জেলা শাখা)
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
ইমেইলঃ-
tasnim.saif.tbs@gmail.com
আল আরাফাত হিমু
(যুন্ম-সাধারণ সম্পাদক, লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম জেলা শাখা)
Apprentice Lawyer,
চট্টগ্রাম জর্জ কোর্ট।
ইমেইলঃ-
Hemo590190@gmail.com
জুলকারনাইন সাদমান
(সাংগঠনিক সম্পাদক, লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম জেলা শাখা)
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারনেশনাল বিশ্ববিদ্যালয়।
ইমেইলঃ-
tahsantausif83@gmail.com
সানজিদা আক্তার
(দপ্তর সম্পাদক, লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম জেলা শাখা)
শিক্ষার্থী, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।
ইমেইলঃ-
Shanzida0308@gmail.com
জান্নাতুল ফেরদৌস (মুন্নি)
(অর্থ সম্পাদক, লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম জেলা শাখা)
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
ইমেইলঃ-
jannatmunni73@gmail.com
আবতাউল জাওয়াদ (অর্জন)
(প্রচার সম্পাদক, লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম জেলা শাখা)
শিক্ষার্থী,বিজ্ঞান বিভাগ,হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম।
ইমেইলঃ- arjonbabo5@gmail.com