সাদেকনগর গ্রামে লোকজ সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর পরিবেশনা।

আবহমান গ্রাম বাংলার সংস্কৃতিকে লালনপালন করার লক্ষ্যে এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে এই হাজার বছরের বাঙালী সংস্কৃতিকে পরিচিত করিয়ে দেয়ার উদ্দেশ্যে গড়ে ওঠা সংগঠন লোকজ সাংস্কৃতিক সংগঠন গতকাল ১৯/১২/২০১৮ ইং তারিখ তাদের পরিবেশনা উপস্থাপন করে সাদেকনগর গ্রামে যা চট্টগ্রাম জেলার একটি অনিন্দ্য সুন্দর একটি স্থান। এই গ্রামের সাংস্কৃতিক মনা শত শত মানুষের মাঝে তাদের সংস্কৃতি নিয়ে গল্প করা আমাদের লোকজ সংস্কৃতির বিভিন্ন বিষয় উপস্থাপনা করা তাদের সংস্কৃতির বিভিন্ন দিক সমন্ধে জ্ঞান লাভ করার যে সুযোগ সংগঠন পেয়েছে, তার কৃতজ্ঞতা স্বীকার করার পাশাপাশি সংগঠন আবারও উজ্জীবিত হচ্ছে এই চিন্তা করে যে বাংলাদেশের প্রতিটি গ্রাম মহল্লা পাড়া প্রতিটি জায়গায় গমণ করে নিজস্ব সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকলের সাথে মিলেমিশে একটি সুন্দর ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ গঠন করতে সমর্থ হবে। যে স্বপ্নটাই সংগঠন দেখে সবসময়।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments