৯ মার্চ ২০১৮ রোজ শুক্রবার
লোকজ সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম জেলার হাটহাজারী কলেজ মাঠে “কামালপাড়া যুব সংঘের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পরিবেশন করে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সন্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ আল মারুফ এর রচিত গম্ভীরা ” লোক সংস্কৃতির অবদান”
সুদীর্ঘ ২০ মিনিটের এই পারফরম্যান্সের পুরোটা উপভোগ করেন আমন্ত্রিত প্রধান অথিতি তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এম.পি.)
হাজার হাজার দর্শকের মুহুর্মুহ করতালিতে সেদিন অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়ে লোকজ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।।
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)
Facebook Comments