কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলনের জন্মবার্ষিকী আজ

ইমদাদুল হক মিলন হচ্ছেন বাংলাদেশের এক জন কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি গল্প, উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়েছেন। কিশোর বাংলা নামীয় পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তাঁর সাহিত্যজগতে আত্মপ্রকাশ।

উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় ‘‍সজনী‌’‍ নামীয় একটি ছোট গল্প লিখে পাঠকের দৃষ্টি আর্কষণ করতে শুরু করেন।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন উনিশশো পঞ্চান্ন সালের আজকের এই দিনটিতে অর্থাৎ আট সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে দাদুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে।

তিনি উনিশশো ঊনআশি সালে জগন্নাথ কলেজ থেকে অনার্স সম্পূর্ণ করেন। ইমদাদুল হক মিলন লেখক হিসেবে দুই বাংলায়ই তুমুল জনপ্রিয়। তার ‘নূরজাহান’ উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুশো। অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ, সবুজপাতা, জীবনপুর প্রভৃতি তাঁর বিখ্যাত বই।

তাঁর লেখা দেড়শতাধিক নাটকের মধ্যে কোন কাননের ফুল, বারো রকম মানুষ, রূপনগর, যুবরাজ, কোথায় সে জন, আলতা, একজনা, নীলু, তোমাকেই, ছোছা কদম, আঁচল, খুঁজে বেড়াই তারে, কোন গ্রামের মেয়ে, মেয়েটি এখন কোথায় যাবে, বিপুল দর্শকপ্রিয়তা পায়।

তিনি অসংখ্য পুরস্কার ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিশ্ব জ্যোতিষ সমিতি পুরস্কার, ইকো সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার, পূরবী পদক, বিজয় পদক, মনু থিয়েটার পদক, যায়যায়দিন পত্রিকা পুরস্কার, ঢাকা যুব ফাউন্ডেশন পদক, বাচসাস পুরস্কার, জিয়া শিশু অ্যাকাডেমি কমল পদক, এস এম সুলতান পদক
জাপান রাইটার্স অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক প্রভৃতি।

এ ছাড়াও, কথাসাহিত্যে অনবদ্য অবদান রাখায় ‘চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক’ লাভ করেন। এ ছাড়া দুইহাজার ছয় সালে জাপান ফাউন্ডেশন আয়োজিত ‘তাকেশি কায়েকো মেমোরিয়াল এশিয়ান রাইটারস লেকচার সিরিজে’ বাংলাভাষার একমাত্র লেখক হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন।

জাপানের চারটি ইন্টারন্যাশনাল সেন্টারে তিনি বাংলাদেশের সাহিত্য এবং তাঁর নিজের লেখা নিয়ে বক্তৃতা করেন। এশিয়ার লেখকদের জন্য এ এক বিরল সম্মান। পেয়েছেন ভারতের সাহিত্য পুরস্কার আইআইপিএম-সুরমা চৌধুরী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।

আজ গুণী এই কথাসাহিত্যিক ও নাট্যকারের জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অজস্র শুভকামনা।

তারিখঃ- ৮/৯/২০২১ ইং।

Facebook Comments