“লোকজ সাংস্কৃতিক সংগঠন”
২০১৯ সাল। বছরের একদম ঠিক প্রথম দিনটি থেকে একদম শেষ দিনটি অর্থাৎ পহেলা জানুয়ারী থেকে ৩১ই ডিসেম্বর পর্যন্ত পুরো বছরটিকেই কর্মব্যস্ত একটি বছর হিসেবে উদযাপন করে সংগঠন। বছরের শুরুতে করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সক্রিয় প্রতিনিধি হিসেবে জোটের আরও চারটি সংগঠনের সঙ্গে একত্রিত ভাবে পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা, ফেব্রুয়ারীতে ভাষা শহীদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ, মার্চ মাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা অনুষ্ঠান। এপ্রিল মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় প্রোগ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “গম্ভীরা” পরিবেশন, মে মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত বঙ্গবন্ধু বইমেলার অনুষ্ঠানেও গম্ভীরা পরিবেশন। এছাড়া সেপ্টেম্বর মাস পর্যন্ত বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজার অনুষ্ঠানে, চারুকলা অনুষদে আয়োজিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এবং আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠানের সাংস্কৃতিক প্রোগ্রামে রাধাকৃষ্ণের প্রেম কাহিনি সংক্রান্ত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “পটের গান” প্রদর্শন করে বাংলার মাটি ও মানুষের সংস্কৃতির প্রতিনিধিত্বকারী সংগঠন লোকজ সাংস্কৃতিক সংগঠন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির প্রধান জনাব মেহেদী হাসান কাজল এবং সাধারণ সম্পাদক জনাব সঞ্চয় কুমারের উদ্যোগে বিভিন্ন সময় অনাড়ম্বর পরিবেশে কিছু চা-চক্র ও ফোকলোর আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়।
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন লোক পরিবেশনার পাশাপাশি কমিটির সকল সদস্যের উদ্যোগে আয়োজন করা যায় একটি সুন্দর আনন্দযাত্রার। সংগঠন সেদিন ভ্রমণ করে বৃহত্তর যশোর জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা সকল পরীক্ষার্থীবৃন্দের জন্য নেওয়া হয় বিভিন্ন সহযোগিতা মূলক স্বেচ্ছাসেবী কার্যক্রম যার মাধ্যমে পরীক্ষার্থীরা যেনো সহজে তাদের কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়,তাদের ফলাফল সংক্রান্ত দিকগুলো যেনো সহজেই জানতে পারে সেই আয়োজনও করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যবৃন্দ।
১৮ই সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পর সংগঠন তাদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করে একটি ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে। এছাড়াও মহান বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ এবং ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী দায়িত্বশীলবৃন্দ।।
এছাড়াও কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের কুতুবদিয়া উপজেলা শাখার অন্যতম প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম মধু স্যারের ইন্তেকালে একটি ঘরোয়া দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবকিছু মিলিয়ে অনেক আনন্দ বেদনার মধ্যে দিয়ে লোকজ সাংস্কৃতিক সংগঠন অতিক্রম করে সফলতার আরও একটি বছর। সংগঠন বিশ্বাস করে আসছে ২০২০ইং সংগঠন তাদের ইতিবাচক কার্যপ্রণালী সঠিকভাবে পরিচালনার মধ্যে দিয়ে গ্রাম বাংলার সংস্কৃতি সঠিকভাবে চর্চার মাধ্যমে এর ইতিবাচক দিকগুলো সকলের মধ্যে তুলে ধরতে সক্ষম হবে।
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)