চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৬/০৫/২০১৯ইং তারিখ রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ অনুষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় “ইফতার অনুষ্ঠা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৬/০৫/২০১৯ইং তারিখ রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ অনুষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় “ইফতার অনুষ্ঠানঃ-২০১৯”। বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের অন্তর্ভুক্ত পাঁচটি সংগঠনের এক মিলন মেলায় এদিন মুখরিত ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ, লেডিস হলের ঝুপড়ি, শহীদ মিনার চত্বর।। মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠানের পাশাপাশি এদিন জোটভুক্ত সংগঠনগুলো এদিন ইফতার পরবর্তী একটি আড্ডা অনুষ্ঠানও পরিচালনা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট বিশ্বাস করে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর পারষ্পরিক এই আন্তঃসম্পর্ক, পারষ্পরিক ভালোবাসা, পারষ্পরিক শ্রদ্ধাবোধের এই আত্মিক বন্ধন সামনের দিনে এক সুস্থ, সাংস্কৃতিক পরিবেশমণ্ডিত বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অনন্যতার আসনে অধিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।।

আজকের ইফতার অনুষ্ঠানে যে যে সংগঠন গুলো অংশগ্রহণ করেছিলো সেগুলো হচ্ছেঃ-
১. লোকজ সাংস্কৃতিক সংগঠন
২.অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ।
৪. প্রথম আলো বন্ধুসভা, চবি।
৫. উত্তরায়ণ সাহিত্য-সংস্কৃতি পরিষদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের অন্তর্ভুক্ত যে সকল সংগঠন গুলো আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং যে সকল সংগঠন আজকে অংশগ্রহণ করার সুযোগ করে উঠতে পারেননি সকল সংগঠনকে “লোকজ সাংস্কৃতিক সংগঠন” এর পক্ষ থেকে জানায় অসংখ্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট বিশ্বাস রাখে সকল সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে সামনের দিনের এই ঐক্যবদ্ধ পথচলা বিশ্ববিদ্যালয়ে সুন্দর সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখতে আরও ইতিবাচক ভূমিকা পালন করবে।।।

Facebook Comments