ঈশ্বরদী উপজেলায় লোকজ সাংস্কৃতিক সংগঠনের সামাজিক শাখা “শান্তি মিশনের ” যাত্রা শুরু।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম শুরু হবার ঠিক ১ বছর পর অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর ২০১৪ ইং তারিখ থেকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় লোকজ সাংস্কৃতিক সংগঠন সামাজিক কর্মকান্ড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড একসঙ্গে পরিচালনা করার লক্ষ্য নিয়ে শুরু করে লোকজ সাংস্কৃতিক সংগঠন এবং শান্তি মিশন( সংগঠনের সামাজিক সংগঠন) মিলিত অগ্রযাত্রা। গ্রামীণ লোক সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড যুগপৎভাবে পরিচালনা করার মধ্যে দিয়ে খুবই অল্প সময়ের মধ্যেই অতি পরিচিত একটি সংগঠন হিসেবে মুন্সী পাড়া, খাঁ পাড়া, স্কুল পাড়া, মাস্টার পাড়া সকল স্থানে শান্তি মিশন এবং লোকজ সাংস্কৃতিক সংগঠন এর নাম সকলের মুখে মুখে উচ্চারিত হতে থাকে। হাজারো মানুষের স্বপ্ন এবং সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার বিষয়টি কাঁধে নিয়ে সংগঠনের দায়িত্বশীলবৃন্দ তাইতো সর্বদাই ছুটে চলছে নতুন এক স্বপ্নের মত পৃথিবী গড়ার লক্ষ্যে।।।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments