শহীদ দিবসে লোকজ সাংস্কৃতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ এবং সাধারণ সভা অনুষ্ঠিত।

২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবসে ভাষা আন্দোলনে আত্মদানকরী প্রত্যেক শহীদদের প্রতি লোকজ সাংস্কৃতিক সংগঠন জানাচ্ছে, হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

আমাদের ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যে সীমিত ছিল না। এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে ছিল আমাদের স্বাধিকার ও আত্মপরিচয়ের প্রত্যয়। বায়ান্নর ভাষা আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করার পর পৃথিবীর প্রায় সব দেশ এই দিবসটি আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপন করে থাকে মাতৃভাষার মর্যাদার স্মারক হিসেবে। ফলে একুশে ফেব্রুয়ারির মহিমা দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এটি নিঃসন্দেহে আমাদের গৌরব ও আনন্দের বিষয়।

শহীদদের আত্মত্যাগের সেই শিক্ষা যেনো আমাদের সামগ্রিক জীবনাচরণ তথা জীবনসংস্কৃতির প্রতিটি দিকে যেনো আমরা অনুশীলন করতে পারি এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments