বেলাল চৌধুরী ছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি যাকে ষাট দশকের সঙ্গে চিহ্নিত করা হয়। তিনি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসাবেও খ্যাতিমান।
উনিশশো আটত্রিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ বারোই নভেম্বর বাংলাদেশের ফেনী জেলার ফেনী সদর উপজেলার অন্তর্গত শর্শদি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
তার উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে কাজ বত্রিশ নম্বর, মৃত্যুর কড়ানাড়া, আমার কলকাতা, নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়, জীবনের আশ্চর্য ফাল্গুন, যাওয়ার আগে আরেক চুমুক, সেলাই করা ছায়া, যে ধ্বনি চৈত্রে, শিমুলে প্রভৃতি।
তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুইহাজার চৌদ্দ সালে পেয়েছেন একুশে পদক।
দুইহাজার আঠারো সালের চব্বিশে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ১২/১১/২০২১ ইং।