বীরেন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি। তাঁর কবিতায় ভাষিত হয়েছে সমগ্র দুনিয়ার প্রতারিত মানুষের বেদনা, মানবতা-বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র-প্রতিবাদ। অন্যদিকে রোমান্টিকের মতো সমাজ জীবনের সুন্দর স্বপ্নকে শেষমুহূর্ত পর্যন্ত রক্ষা করে গেছেন
বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো বিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
কবির কাব্যের জগত প্রেম, প্রকৃতি, চারপাশের মানুষ, তুচ্ছ ছোট ঘটনা, সমাজ আন্দোলন, পৃথিবীর নানা স্পন্দন ঘিরে। আর কাব্যকে ঘিরে আছে তাঁর সচেতনতা ও দায়বদ্ধতা। কেননা তাঁর নিজের জীবনকেও নিয়ন্ত্রিত করেছে সমাজতন্ত্রে বিশ্বাসী মনন। এই বিশ্বাসেই রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়েছেন, কারাবাস করেছেন।
তাঁর ‘রাজা আসে যায়’ কবিতা বাংলায় এক প্রবাদ-বাক্যের স্থান করে নিয়েছে।
এছাড়া উলুখড়ের কবিতা, লখিন্দর, জাতক, সভা ভেঙ্গে গেলে, রাস্তায় যে হেঁটে যায়, মানুষ খেকো বাঘেরা বড় লাফায়, এই জন্ম জন্মভূমি, পৃথিবী ঘুরছে, ভিয়েতনাম ভারতবর্ষ, শীত বসন্তের গল্প, বেঁচে থাকার কবিতা, আমার কবিতা, আর এক আরম্ভের গল্প প্রভৃতি উল্লেখযোগ্য।
তাঁর বহু কবিতায় সুর সংযোজন করে পরিবেশন করেছেন হেমাঙ্গ বিশ্বাস, প্রতুল মুখোপাধ্যায়,অজিত পাণ্ডে, হাবুল দাস, সমরেশ বন্দ্যোপাধ্যায়, বিনয় চক্রবর্তী, বিপুল চক্রবর্তী, অনুপ মুখোপাধ্যায়, অসীম ভট্টাচার্য,অমিত রায় প্রমুখ বিশিষ্ট গণসঙ্গীত শিল্পীরা।
তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা বিপুল যদিও গ্রন্থগুলির বেশির ভাগই ক্ষীণকায়। উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে গ্রহচ্যুত, রাণুর জন্য,
লখিন্দর, ভিসা অফিসের সামনে, মহাদেবের দুয়ার, মানুষের মুখ, ভিয়েতনাম:ভারতবর্ষ, আমার যজ্ঞের ঘোড়া প্রভৃতি।
বীরেন্দ্রের কবি জীবন বাংলা সাহিত্যের ইতিহাসে নানা কারণে স্মরণীয়। তার মধ্যে একটি হল তিনি বিশেষভাবে ছোট পত্রিকা’-র কবি। কোনো বড় পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয় নি।
বৃহৎ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা না পেয়েও তিনি অভাবনীয় জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি রাজনৈতিক কবি, কিন্তু রাজনৈতিক কবির স্টেরিওটাইপ ছিলেন না। তাঁর কবিতা সংক্ষিপ্ত, সংকেতময়, তার অন্তরঙ্গে মন্ত্রের গাঢ়তা ও গীতিকার কবিতার নিবিড় উচ্চারণ।
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন।
ক্যানসারে আক্রান্ত কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারো জুলাই পঁয়ষট্টি বৎসর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ২/৯/২০২১ ইং।