অমিয়ভূষণ মজুমদার ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক এবং নাট্যকার।
উনিশশো আঠারো সালের আজকের এই দিনে অর্থাৎ ২২শে মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা বাবু অনন্তভূষণ মজুমদার ছিলেন পাবনা জেলার পাকশির জমিদার।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তাঁর সাহিত্যকর্ম ব্যাপ্ত ছিল। তাঁর সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। তিনি উনিশশো ছিয়াশি খ্রিষ্টাব্দে রাজনগর উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন।
অমিয়ভূষণ মজুমদারের প্রথম প্রকাশিত রচনা হল দ্য গড অন মাউন্ট সিনাই নামের একটি নাটক। এটি মন্দিরা পত্রিকায় প্রকাশিত হয়েছিল উনিশশো চল্লিশ এর দশকে।
উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি প্রথম গল্প রচনা করেন যার নাম ছিল প্রমীলার বিয়ে। তাঁর প্রথম উপন্যাস গড় শ্রীখণ্ড।
এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পূর্বাশা পত্রিকায় তেরোশো ষাট বঙ্গাব্দের জৈষ্ঠ সংখ্যা থেকে। পরে উপন্যাসটি উনিশশো সাতান্ন খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়। ভারতের স্বাধীনতার আগে পরের সময়কালে পদ্মাপারের পটভূমিকায় রচিত হয়েছিল এই উপন্যাসটি। সমাজের উঁচু এবং নিচু কোনো শ্রেণিই বাদ পড়েনি এই উপন্যাসটি থেকে।
তাঁর দ্বিতীয় উপন্যাস নয়নতারা। এটি উনিশশো তিপান্ন খ্রিষ্টাব্দের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে রচিত হয়েছিল। প্রথম সংস্করণে এটি ‘নীলভূঁইয়া’ নামে প্রকাশিত হয়েছিল। চতুরঙ্গ পত্রিকাতে প্রকাশের সময় এটির নাম ছিল নয়নতারা।
নীলভূঁইয়া নামে ট্রিলজি লেখার পরিকল্পনায় প্রথম উপন্যাসটি ছিল নয়নতারা কিন্তু পরে ট্রিলজি লেখার পরিকল্পনা বাতিল হয়ে যায়।
উনিশশো ছিয়াশি সালে রাজনগর উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার একই বছর রাজনগর উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কারও তিনি অর্জন করেন।
উনিশশো সাতানব্বই সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক শরৎ মেডেল সম্মান অর্জন করেন।
এছাড়াও দুহাজার সালে তিনি কাঞ্চনজঙ্ঘা পুরস্কারও লাভ করেন।
দুইহাজার এক সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট উপাধি এবং সাহিত্যে অবদানের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মরণোত্তর সাম্মানিক ডি লিট উপাধিতে ভূষিত হন।
একই বছরে অর্থাৎ দুহাজার এক সালের ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
আজ তাঁর জন্মবার্ষিকী। লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে উপন্যাসিক এবং সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদারের জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখ:- ২২/০৩/২০২১ ইংরেজি