চবির চারুকলা অনুষদের সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ সাংস্কৃতিক সংগঠনের “পটের গান” পরিবেশনা।

লোকজ সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভাস্কর্য মেলা স্টার্ট’১৯ অনুষ্ঠানের শেষ দিনের অনুষ্ঠানে পরিবেশ করে গ্রাম বাংলার লোকজ আঙ্গিক “পটের গান”। গত ৩১/১/২০১৯ তাং সন্ধ্যার পরে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তই ছিলো প্রাণ উজ্জল কিছু পরিবেশনার দ্বারা ভরপুর। লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সন্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্মানিত সহকারী প্রক্টর জনাব Pranab Mitra Chowdhury স্যারের সঞ্চালনায় লোকজ সাংস্কৃতিক সংগঠন এর বন্ধুরা এই দিন “রাধা কৃষ্ণের প্রেম” পটের গানের প্রদর্শনী ছাড়াও পরিবেশন করে বন্দনা সংগীত, এবং উত্তরাঞ্চলের জনপ্রিয় লোক আঙ্গিক”গম্ভীরা”। সংগঠন এই দিনে চারুকলা অনুষদের একঝাঁক সংস্কৃতিমনা ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হবার সুযোগ প্রাপ্তির পাশাপাশি পরিচিত হয় এই অনুষদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অনুষ্ঠানে আগত চট্টগ্রামের অনেক সংস্কৃতিমনা অতিথিদের সাথে। তাদের শুভকামনা ও দিকনির্দেশনা সংগঠন সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই বিশ্বাস সংগঠনের প্রত্যেক নিবেদিতপ্রাণ সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments