ফেব্রুয়ারী মাস।মহান ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি বিজড়িত একটি মাস। এই মাসটি বাঙালি জাতির কাছে পরিচিত ভাষার মাস হিসেবেই। ভাষার সাথে সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত প্রগাঢ়। মহান ভাষার এই মাসের প্রথমার্ধ গ্রাম বাংলার মানুষের প্রাণের স্পন্দন লোকজ সাংস্কৃতিক সংগঠন বেশ কর্মব্যস্ত কিছু সময় অতিবাহিত করে তাদের সুস্থ সংস্কৃতি চর্চার পথচলায়। মাসের শুরু থেকে সংগঠনকে বেশ কর্মব্যস্ত কিছুদিন অতিবাহিত করতে হয় চারুকলা অনুষদের স্টার্ট”১৯ অনুষ্ঠানে পটের গান পরিবেশনার দায়িত্ব পালনের মধ্যে দিয়ে।
অতঃপর গত ১০ই ফেব্রুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা অনুষ্ঠানে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পরিবেশন করেন বন্দনা সংগীত”মা জননী”
এবং পটের গান”রাধাকৃষ্ণের প্রেম”।
এর একদিন পর অর্থাৎ গত ১২/২/২০১৯ তাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রোগ্রাম “ওপেন আর্ট” অনুষ্ঠানের শেষদিন লোকজ সাংস্কৃতিক সংগঠন উপরোক্ত দুইটি পারফরম্যান্স ছাড়াও প্রদর্শন করে বারী সিদ্দিকীর বিখ্যাত লোকগান ” লেলুয়া বাতাসে প্রাণ”।
মহান মুক্তিযুদ্ধের অবদান রাখা সাংস্কৃতিক সংগঠন আমাদের বন্ধুপ্রতিম সংগঠন “উদীচী” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার “পহেলা ফাল্গুন” অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাট্য আঙ্গীক “গম্ভীরা” পরিবেশন করে লোকজ সাংস্কৃতিক সংগঠন। দিনটি ছিলো ফাল্গুনের প্রথম দিন অর্থাৎ গত ১৩/২/২০১৯ ইং।
সংগঠন স্বপ্ন দেখে একদিন গ্রাম বাংলার সুস্থ সংস্কৃতি চর্চার দিনটি খুব দ্রুতই আলোর মুখ দেখবে এবং যে কোনও ধরনের অপসংস্কৃতির বিপরীতে এদেশের মাটি ও মানুষের প্রাণের সংস্কৃতি লোকজ সংস্কৃতি মাথা উঁচু করে দাঁড়িয়ে রইবে তার আপন মহিমায়।
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)