লোকজ সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত এসব শিক্ষার্থীদের মাধ্যমে এবং এর পাশাপাশি লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক চর্চায় রত সকল নিবেদিত প্রাণ মানুষ একত্রিত হয়ে সকলের ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা ও শহরগুলোকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং আপমর জনসাধারণকে আমাদের এসব হারিয়ে যাওয়া লোকজ উৎপাদনগুলোকে পুনর্জিবীত করার লক্ষ্যে লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক সমন্ধে প্রকৃত শিক্ষা প্রদানের চেষ্টা করে থাকে।
একই সাথে দেশের সকল মানসম্মত লোক সংস্কৃতির আঙ্গিকগুলো সমন্ধে প্রকৃত শিক্ষা অর্জন ও চর্চা করার জন্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি সুনিয়ন্ত্রন প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে সমগ্র দেশে লোক সংস্কৃতি চর্চাকে ছড়িয়ে দেওয়ার মহান লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে লোকজ সাংস্কৃতিক সংগঠন।
একটি সুনিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম গড়ে তোলার পরপরই আন্তর্জাতিক পরিমন্ডলের দেশের লোকজ সংস্কৃতিকে পৌঁছে দেয়া লোকজ সাংস্কৃতিক সংগঠনের চূড়ান্ত লক্ষ্য।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ই সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে লোকজ সাংস্কৃতিক সংগঠন সর্বপ্রথম আত্মপ্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে উক্ত সংগঠন বর্তমানে দেশের বিভিন্ন জেলা উপজেলায় তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।