লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আব্দুল্লাহ আল মারুফ ভাই রচিত প্রথম সঙপালা”লটারি”।

লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আব্দুল্লাহ আল মারুফ ভাই রচিত প্রথম সঙপালা”লটারি”।

সঙপালা মূলত হাসি-কৌতুক সংলাপময় গানের অনুষ্ঠান। কৌতুকের মাঝে থাকে হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক গান। গানের কথা আর সুরগুলো মানুষের হৃদয়ে দোলা দেয়। সঙপালা গানের আসরে গিয়ে হাসে না এমন মানুষ খুব কমই রয়েছে।

এই ধারাবাহিকতায় ৩০ শে ডিসেম্বর ২০১৭ সাল “কুতুবদিয়া থানার শতবর্ষ” উদযাপন অনুষ্ঠানে লোকজ সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম জেলা শাখা এবং কুতুবদিয়া উপজেলা শাখার শিল্পীদের নিয়ে মঞ্চস্থ হলো মজার সঙপালা “লটারি”।

হাজার হাজার মানুষের মুহুর্মুহু করতালির পরে অভিনয় শিল্পীর যখন মঞ্চ থেকে নিচে নামছিলেন তখন তাদের একটু ছুয়ে দেখার জন্য দর্শকদের যে প্রাণান্তকর প্রচেষ্টা সেটাই বলে দেয় লোক সংস্কৃতির প্রতি মানুষের ভালোবাসা কতোটা গভীর।।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments