নিরুপমা দেবী ছিলেন একজন বিশিষ্ট কথাসাহিত্য এবং লেখিকা। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল শ্রীমতী দেবী।
আঠারোশো তিরাশী সালের আজকের এই দিনটিতে অর্থাৎ সাতই মে তিনি পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা নফর চন্দ্র ভট্ট, বিচার বিভাগীয় কর্মচারী ছিলেন। তিনি বাড়িতে শিক্ষিত হয়েছিলেন।
বিভূতিভূষণ ও শরৎচন্দ্র পরিচালিত হাতেলেখা পত্রিকায় তার সাহিত্যরচনার হাতেখডি। শরৎচন্দ্র তাঁকে গদ্যরচনায় ও অনুরূপা দেবী গল্প রচনায় অনুপ্রাণিত করেন।
তার প্রথম উপন্যাস ‘উচ্ছৃঙ্খল’। স্বদেশীযুগে তার রচিত বহু গান এবং কবিতা জনপ্রিয় হয়েছিল। প্রেম ও দাম্পত্য জীবনের অন্তর্দ্বন্দ্ব তার উপন্যাসের প্রধান উপজীব্য। উনিশশো উনিশ বিশ খ্রিস্টাব্দে ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত ‘দিদি’ তার শ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত।
অন্যান্য রচনার মধ্য রয়েছে অন্নপূর্ণার মন্দির, দিদি, আলেয়া, বিধিলিপি, শ্যামলী, বন্ধু, আমার ডায়েরি, যুগান্তরের কথা, অনুকর্ষ, দেবত্র, পরের ছেলে প্রভৃতি।
নিরুপমা দেবীর একাধিক উপন্যাস চলচ্চিত্রায়িত ও মঞ্চে অভিনীত হয়েছে।
নিরুপমা দেবী সাহিত্যে তার অবদানের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো আঠাশ সালে ‘ভুবনমোহিনী স্বর্ণপদক’ এবং উনিশশো তেতাল্লিশ সালে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ করেন।
সাতষট্টি বছর বয়সে উনিশশো একান্ন সালের সাত জানুয়ারী তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ৭/৫/২০২১ ইং।