বিশিষ্ট ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্তের মৃত্যুবার্ষিকী আজ

রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক ছিলেন। তিনি বঙ্কিমচন্দ্রের অনুরোধে বাংলা উপন্যাস রচনায় অগ্রসর হন এবং বিশেষ সাফল্য অর্জন করেন।

আঠারোশো আটচল্লিশ সালের তেরোই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন।

রমেশ চন্দ্র আঠারোশো চুরানব্বই সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন ৷ রবীন্দ্রনাথ ঠাকুর এবং নবীনচন্দ্র সেন পরিষদটির সহ-সভাপতি ছিলেন৷ বাংলা সাহিত্যের সমৃদ্ধির লক্ষ্যে আঠারোশো তিরানব্বই সালে পরিষদটি গঠন করা হয়৷

সূদীর্ঘ কর্মজীবনে তিনি অনেকগুলো বই লিখেছেন৷ এছাড়াও তিনি মহাভারত ও রামায়ণ অনুবাদও করেছেন৷

রমেশচন্দ্রের চারটি ঐতিহাসিক উপন্যাস বঙ্গবিজেতা, মাধবীকঙ্কণ, জীবন প্রভাত এবং জীবন-সন্ধ্যা যা যথাক্রমে আকবর, শাজাহান এবং আওরঙ্গজেব এবং জাহাঙ্গীরের সময়ের ঘটনা অবলম্বনে রচিত হয়েছিল।

মুঘল সাম্রাজ্যের শতবর্ষের ইতিহাসের ঘটনা নিয়ে এই উপন্যাসগুলি রচিত হয়েছিল বলে এগুলি একসাথে শতবর্ষ নামে সঙ্কলিত হয়েছিল ।

সংসার এবং সমাজ রমেশচন্দ্রের দুটি সামাজিক উপন্যাস। সুকুমার সেনের মতে এই দুটি সামাজিক উপন্যাস তার ঐতিহাসিক উপন্যাসগুলির থেকে উপাদেয় ছিল।

গুণী এই মনীষী উনিশশো নয় সালের আজকের এই দিনটিতে অর্থাৎ ত্রিশে নভেম্বর মারা যান৷

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ৩০/১১/২০২১ ইং।

Facebook Comments