গোপাল সেন ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় বাঙালি বিপ্লবী। বাংলাদেশের কুমিল্লা জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন।
গোপাল উনিশশো সাঁইত্রিশ সালে বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগ দেন।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর নির্দেশমতো আই.এন.এ.’র সহযোগিতার জন্য বাঙলায় যে গোপন সংগঠন তৈরি হয় তিনি তার সদস্য ছিলেন।
পুলিস সংগঠনের কেন্দ্রীয় অফিসে হানা দিলে তিনি গোপনীয় কাগজপত্রে আগুন ধরিয়ে দেন। রুদ্ধ আক্রোশে পুলিস তাকে চারতলার বারান্দা থেকে নিচে ফেলে দেয়। হাসপাতালে যাওয়ার পথে উনিশশো চুয়াল্লিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ একুশে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ২১/৯/২০২১ ইং।
Facebook Comments