“প্রমিত উচ্চারণের গুরুত্ব” বঙ্গবন্ধু আবৃত্তি মেলায় মনোমুগ্ধকর গম্ভীরা পরিবেশন করলো লোকজ সাংস্কৃতিক সংগঠন

৭ এপ্রিল, ২০১৯।
গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন সংস্কৃতির প্রতিনিধিত্ব কারী সংগঠন লোকজ সাংস্কৃতিক সংগঠন গতকাল শব্দ নোঙর আবৃত্তি সংগঠন আয়োজিত “বঙ্গবন্ধু আবৃত্তি মেলা” অনুষ্ঠানে আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন হিসেবে তাদের পরিবেশনা উপস্থাপন করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনুরুদ্ধ মুক্তমঞ্চে। সংগঠন এইদিন পরিবেশন করেন বাংলাদেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের বহুলভাবে প্রচলিত নাট্য আঙ্গিক “গম্ভীরা”।
যার বিষয়বস্তু ছিলঃ-” প্রমিত উচ্চারণের গুরুত্ব”।
প্রতি মূহুর্তের হাজারো করতালি অনুপ্রাণিত করা উপস্থিত হাজারো দর্শকদের উৎসর্গ করছে সংগঠন তাদের গতকালের এই উপস্থাপনা। আসলে প্রতি মূহুর্তের এই অনুপ্রেরণা গুলোই সংগঠনকে আজকের এই অবস্থানে থেকে কাজ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments