কাব ক্যাম্পপুরী ও স্কাউট সমাবেশে লোকজ সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর পরিবেশনা গ্রাম্য নাটিকা “লেখাপড়া “।

১৭ ই মার্চ, ২০১৮।

“বসে থাকিস না আর
একসাথে আওয়াজ কর
লোকজ সংস্কৃতি মোদের অহংকার”

গত ১১/৩/১৮ ইং তারিখ রোজ রবিবার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করেন প্রান্তিক মানুষের সংস্কৃতি,জীবনধারণের বিভিন্ন দিক তুলে ধরতে প্রচেষ্টারত “লোকজ সাংস্কৃতিক সংগঠন ” এর বিশ্ববিদ্যালয় শাখার প্রধান দায়িত্বশীলগণ, যাদের মধ্যে অন্যতম হলেন সংগঠনটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব Abdullah Al Maruf,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি Falguni Tripura Fara,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সধারণ সম্পাদক Raihan Sumon, কুতুবদিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মেধাবী ছাত্র মোঃ জোবায়ের হোসেন। উদ্দেশ্য কুতুবদিয়া উপজেলার ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় দেশের বৃহৎ কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ ও নাটক মঞ্চায়ন।

বাংলাদেশ স্কাউটের সম্মানিত সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব মু: আবুল কালাম আজাদ এর কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান ছাড়াও বিভিন্ন সময়ে অনষ্ঠান স্থলে উপস্থিত হয়েছিলেন, জনাব খোরশেদ আলম চৌধুরী ( সাবেক পরিকল্পনা সচিব), জনাব শাহজাহান খান (মাননীয় মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয়) জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ( সাংসদ, কুতুবদিয়া – মহেশখালী),কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মন্জুর আলম সিকদার, জেলা আ‘লীগের সহ-সভাপতি বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে নির্বাহি অফিসারের সহধর্মিনী বান্দরবান জেলা সহকারি সিনিয়র জজ মনীষা মহাজন, জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ,বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিউল আলম কুতুবী, উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,সহ-সভাপতি মৌলভী তাহের, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ কুতুবী, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোছাইন, সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী মোহাম্মদ শরীফ, মহেশখালী উপজেলা আ‘লীগ সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ন সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, ছোট মহেশখালীর সা.সম্পাদক এনামুল করিম,কুতুবদিয়া হাই স্কুল প্রধান শিক্ষক জহিরুর ইসলাম, কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিছুর রহমান, সতরুদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক শুকুর আলম আযাদ,লেমশীখালী হাই স্কুল প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ,ধুরুং ছমদিয়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ মো. আবু মুছা,ধূরুং হাই স্কুলেরর সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোর্শেদুল আলম সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,অবিভাবক,সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বোপরি ১২০ টি কাব ও ৪০ টি স্কাউট দলের প্রাণবন্ত স্কাউট ও কাব সদস্যরা।

আর এই সমগ্র অনুষ্ঠানটির সভাপতি হিসেবে যিনি আসন অলংকৃত করে ছিলেন তিনি হলের কুতুবদিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নাম, কুতুবদিয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা,কুতুবদিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার, লোকজ সাংস্কৃতিক সংগঠন কুতুবদিয়া উপজেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব Sujan Chowdhury।

লোকজ সাংস্কৃতিক সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা ও কুতুবদিয়া শাখার সদস্যরা মিলিত ভাবে, দেশের এই বৃহৎ কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে উপস্থাপন করে গ্রাম্য নাটিকা “লেখাপড়া” যার নির্দেশনায় ছিলেন লোকজ সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল্লাহ আল মারুফ।

লোকজ সাংস্কৃতিক সংগঠন এবার বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নিয়মিত রুটিনের ওয়ার্কশপ করানোর পাশাপাশি কুতুবদিয়া কলেজেও তাদের কার্যক্রম পরিচালনার কাজ টি আনুষ্ঠানিক ভাবে শুরু করে।
এ উপলক্ষে তারা কুতুবদিয়া কলেজে সাংগঠনিক পরিচিতি সভা, ওয়ার্কশপ পরিচালনা এবং কলেজ পর্যায়ে প্রথম ৮ জন সদস্যকে দায়িত্বশীল হিসেবে মনোনীত করেন, যারা প্রায় ২৫০ জন উচ্চমাধ্যমিক পর্যায়ের সদস্যদের জন্য নিরলস প্রচেষ্টায় নিয়োজিত থাকবেন। পরে সম্মানিত প্রিন্সিপাল স্যার ও অন্যান্য শিক্ষক মন্ডলীর সাথে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করে লোকজ সাংস্কৃতিক সংগঠন।

কুতুবদিয়া সরকারি কলেজ ছাড়াও লোকজ সাংস্কৃতিক সংগঠন এবার আরও দুটি স্কুলে তাদের কার্যক্রমের সূচনা করেন। যার মধ্যে একটি হচ্ছে সমুদ্রের পাড় ঘেষা অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বিদ্যালয় সতরুদ্দীন উচ্চ বিদ্যালয় ও গ্রামীণ সৌন্দর্যের ছোঁয়া পরিবেষ্টিত প্রতিষ্ঠান ” উত্তরণ বিদ্যানিকেতন “।

লোকজ সাংস্কৃতিক সংগঠনের প্রশিক্ষকদের অন্তরিকতা পূর্ণ ব্যবহারিক ক্লাস গুলো যেনো বারবার শিহরিত হয়ে উঠছিলো নতুন প্রায় ৭০০ বন্ধুর প্রাণখোলা হাসিতে।

সংগঠন টি স্বপ্ন দেখে সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে, বিজাতীয় সংস্কৃতির বিভিন্ন নেতিবাচকতার বিপরীতে এদেশের নিজস্ব দেশীয় জীবনাচরণের সঠিক দিকগুলোকে ঠিকভাবে তুলে ধরার মধ্য দিয়ে, গ্রামীণ, লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির প্রকৃত রস আস্বাদনের মাধ্যমে, দেশের হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক কে সঠিক ভাবে খুঁজে বের করে সেগুলোকে নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ, সুন্দর, রুচিশীল সাংস্কৃতিক পরিবেশ তৈরীর মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থার বিনির্মাণ করার।

এই স্বপ্ন পূরণের লক্ষেই তাদের এই নিরন্তর ছুটে চলা।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments