১৮ই অক্টোবর, ২০১৮।
লোকজ সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার “মধ্যম বিনাজুরী দূর্গা মন্দিরে ” পরিবেশন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা “জুতা আবিষ্কার” অবলম্বনে নাটক “জুতা আবিষ্কার”।
মধ্যম বিনাজুরী সংগীত একাডেমি কর্তৃক আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো সময়টায় যেনো মাতিয়ে রেখেছিলো লোকজ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ তাদের নাটক এবং লোক সংগীত পরিবেশনার মাধ্যমে।।।
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)
Facebook Comments