কুতুবদিয়া উপজেলা শাখা, কক্সবাজার

১৮ই জানুয়ারি ২০১৮ পর্যটন এলাকা কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় লোকজ সাংস্কৃতিক সংগঠন শুরু করে তাদের উপজেলা পর্যায়ের লোক সংস্কৃতি চর্চার এক নতুন অগ্রযাত্রা। কুতুবদিয়ায় অনুষ্ঠিত শিল্প এবং সংস্কৃতি মেলায় আনুষ্ঠানিকভাবে এদিন ঘোষণা করা হয় লোকজ সাংস্কৃতিক সংগঠন এর কুতুবদিয়া উপজেলা শাখার নতুন দায়িত্বশীল এবং উপদেষ্টা মন্ডলীদের নাম।
শতশত মানুষ সেদিন মুহুর্মুহু করতালির মাধ্যমে আপন করে নেয় লোকজ সাংস্কৃতিক সংগঠন কুতুবদিয়া উপজেলা শাখার কান্ডারীদের।।

কুতুবদিয়া উপজেলা শাখা কমিটি


তাওরিন মাহমুদ হিরু 

(আহ্বায়ক, লোকজ সাংস্কৃতিক সংগঠন, কুতুবদিয়া উপজেলা শাখা কক্সবাজার) 

শিক্ষার্থী, কুতুবদিয়া সরকারি কলেজ। 

ইমেইলঃ-

taowrin.hero@yahoo.com


সালমান খান 

(সদস্য সচিব, লোকজ সাংস্কৃতিক সংগঠন, কুতুবদিয়া উপজেলা শাখা, কক্সবাজার।) 

শিক্ষার্থী, মানবিক বিভাগ, 

ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা।

ইমেইলঃ-

khansalman54334@gmail.com